বিবর্ণ

নিংড়ানো ঝিলের ধারে, 
             জলহীন নিঃস্বার দুয়ারে 
                         পরিযায়ী পাখিরা আসেনা৷

অভাগা হাঁড়ির মতো সেখানে খাবার পর খড় কুটো কিছুই কী বাঁচে? 
গড়াতে গড়াতে জৈষ্ঠে চাকায় ক্ষয়ের দাগ, কঙ্কালের কাঠামোটি ধুঁকতে থাকে পিচের ওপর৷

সে রাস্তায় উত্তম সুচিত্রা গায়নি
                                     "এই পথ যদি..." 
ভয়... ভয়... 
                 শেষ হয়ে গেলে!

ধীবর প্রজাতি জানে 
             গঙ্গার কোথায় মাছ, 
                           কচ্ছপের ঝাঁক৷ 
                                 এ ঝিলের সৌন্দর্য কোথায়?

অথচ কখনো কেউ প্রেম চোখে বারিষের অপেক্ষা করেনি৷ 
ঈশ্বরও কৃপন বড়, দু-ফোঁটা বৃষ্টির ছোঁয়া নেই৷

মেরামত হয়নি বহুদিন৷
ভাঙা চোরা দালানের গায়ে
পাথর বসাবে সেই কারিগর কই?

এভাবেই প্রতিদিন ঝুরো ঝুরো ইট-গুড়ো, পলেস্তারা খসে৷ 
বিবর্ণ দেওয়ালে পূজো যেন কোন বাউলের গান৷
                        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত