বিষবাষ্প
খবরে খবরে যুদ্ধ ওড়ে, আগুনের ফুলকির মতো৷
গৃহস্থে রোদন ফেঁপে ওঠে,
বিষবাষ্প ওগরানো ক্ষত৷
জ্বলন্ত শিখায় পোড়ে বই, শিক্ষার নিয়তি ছাই!!!
বারুদে চাপানো আছে মই,
অযাচিত ঘৃণার লড়াই৷
উন্নতি শিখর ছোঁবে কবে? লন্ডনে দাঙ্গাও হয়?
শিখছি বিশদ পরিসরে...
এরা তো গন্ডির নয়৷
ক্ষমতা মাথায় উঠে গেলে,
ঝেড়ে ফেল অযাচিত ঝুল৷
পেছন বাঁচানো দায় হলে,
সকলেই বুঝে নিও সুদ৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..