রেনকোট
আমৃত্যু প্রাচীন জল বয়ে যেভাবে সমুদ্র হয় নদী...
শুকনো পাতার ঝরা শেষে,
নতুন মুকুল ফোটে গাছে৷
শেষের পরেও এক শুরু আসে, কচি ঘাসে দূর্বার তেজস্বী ধারা৷
পুরান শেকড় ছাড়ে নতুনের বুকে...
বর্ম যেন, অক্ষয়ী পাহারা৷
মাথার ওপর জমা মেঘ, তবু পথে ছুটে যেতে হয়৷
ছাতায় শিক্ষার নাম লেখা,
রেনকোট নয়া পরিচয়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..