রেনকোট

আমৃত্যু প্রাচীন জল বয়ে যেভাবে সমুদ্র হয় নদী...
শুকনো পাতার ঝরা শেষে,
                            নতুন মুকুল ফোটে গাছে৷

শেষের পরেও এক শুরু আসে, কচি ঘাসে দূর্বার তেজস্বী ধারা৷
পুরান শেকড় ছাড়ে নতুনের বুকে...
                             বর্ম যেন, অক্ষয়ী পাহারা৷

মাথার ওপর জমা মেঘ, তবু পথে ছুটে যেতে হয়৷
ছাতায় শিক্ষার নাম লেখা,
                                 রেনকোট নয়া পরিচয়৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত