সংযোজন

                  যে কালবৈশাখী ঝড়ে বাতি নিভে যাওয়া অন্ধকারের পরোয়া না করা তেজস্বী উদ্যমে হাত ধরে দূর মহাকাশ পাড়ি দিতে হওনি পিছপা... 
                   সেই স্পর্শে রন্ধ্রে রন্ধ্রে উন্মুক্ত তুফান তুলে ভালবাসা মিশিয়ে দিয়েছি রক্তের প্রতিটি কণায় কণায়৷

                   আমার কবিতা হয়ে ওঠা শব্দের অক্ষরে সংযোজন হয়েছে এঞ্জেল৷

                 নির্বাক সমুদ্র ঢেউ তুলে যেভাবে বালির বুকে ছাপ ফেলে যায়... 
  ঠিক সেভাবেই ভালবাসা লিখে ফেলি কবিতায়৷

সময়ে দৃষ্টান্ত উঠে আসে৷ বিশ্বাস আসন্ন ফল৷ 
    সোপান মঞ্জিল চেনে৷ স্পন্দন আমৃত্যু, অনর্গল৷
                          ✍ প্রভাত ঘোষ.⚡
         

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য