বারিষনামা

নিকানো ব্যাল্কনি ভরা শুকনো আবেগ
                   ঝড়ের রাতের কোন কবর জাগায়৷
শরিকেরা ঘিরে ধরে এমন সময়৷
                   স্মৃতিপটে সমুদ্রও বোবা হয়ে যায়৷

              অলস বারিষনামা, ফেলে আসা চিঠি 
আদতে রোদন করে সব কাজ ফেলে৷
              কে কোন শহর পথে ভিজে চলে যাই 
শেষের পাতায় শুধু কবিতাই মেলে৷

মাটির ভাপের গন্ধ দেশিয় সুগন্ধি, প্রিয় ফুল
        ঘুমানো কফিন থেকে হঠাৎ বেরিয়ে...
তোমার বুকের মাঝে একাকী মুহূর্তদের ভুল
               ঘ্রাণের তুফানে ওড়ে সীমানা পেরিয়ে৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য