মফস্বলের রাত

মেঘের ভেতর ডুব সাঁতারে কাব্য শানায় কে?
সন্ধে বেলার বৃষ্টি যাদের আদর করেছে৷

চঞ্চু বাড়ায় শুষতে ফিনিক্স সান্ধ্যকালীন জল,
ব্যাস্ত তখন ভিজতে জীবন, আমার মফস্বল৷

উষ্ণ গাছের গা ধুয়ে যায়, লক্ষ ফোঁটার তীর৷
ক্লান্তি মোছা হাওয়ার পরেই একমুঠো স্বস্তি৷

অন্ধ বাউল স্পন্দিত সব ছন্দ সাজায় বেশ,
গন্ধি বকুল আতর মেশায় রন্ধ্রতে প্রত্যেক৷

ঝড়ের সাথে মন উড়ে যায়, যুদ্ধ আমার নয়৷
এক এক ফোঁটায় শান্তি মাপার সন্ধানী প্রত্যয়৷

ঠান্ডা বাতাস সন্ধি বাঁধে, উচ্চ - নীচের জাত...
জঙ্গলে ওই আগুন ঘেরা ধামসা - মাদল রাত৷

সাঁওতালি গান, চঞ্চলা মন, হৃদয় ছোটে দূর...
সুরের নেশায় জাত খোয়ানোও মঞ্জুর বন্ধু৷

কে কোন জাতের ছাপ মেরে যায়! ইলেক্সনের মন..
সুর ভেজা রাত, তাড়ি, শালবন, সন্ধির ইন্ধন৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য