প্রেমিকার ঘর

প্রকৃতির মাঝে এক প্রেমিকার ঘর,
যুদ্ধের মাটি ফেলে শান্তির পথে৷
দুচাকার গতি ধীর, খুনসুটিঝড়...
দুজনার ভেসে চলা আবেগের স্রোতে৷

যন্ত্রের নেই "শোর", ধোঁয়া-কালি হীন৷
দু-পাশের গাছ থেকে নেমে আসা বায়ু
ছুঁয়ে যায় বুক থেকে প্রেমিকার চুল৷
সুগন্ধী কিছু নেই শহরের কাছে৷

গ্রাম গ্রাম গন্ধটা বহুকাল ছাড়া..
স্বপ্নের হাট খুলে কেউ কেউ আসে৷
শহরের বুকে যেন ধ্বংসের তাড়া,
তার ঘর, পাড়া শুধু প্রেম নিয়ে বাঁচে৷

গোলাপের জাম, আম উঠোনের পাশে,
ঘর বাড়ি নীল, যেন মাপা গভীরতা...
সাগরের মত দুই উচ্ছল জীব৷
তারই মাঝে আকাশের আন্তরীকতা৷

এরা থাক নেচে, বেঁচে ঠিক এভাবেই,
আমি মাঝে মাঝে এসে ঘ্রাণ নিয়ে যাব৷
চঞ্চলা ঘুড়ি না হারায় যেন খেই...
কোথাও তো উড়বার ডানা খুঁজে পাব৷
            ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত