যুদ্ধ (১)
কাঁটাতার শেষে ক'টা ধড় আছে পড়ে৷
মজলিশে বসে, শান্তির সভা, ধর্মের চিঠি ওড়ে৷
গোধূলির বেলা কফিনের রং চেনে।
ঢিপঢিপ বুক মায়েদের দুধ অশোকচক্র গোনে৷
হিন্দুর বউ সিঁথি খালি রাখে, ত্যাগে৷
বিধবার স্মৃতি ছত্রিশ ছাতি৷ ছিবড়ের মতো লাগে৷
দেশ রক্ষায় শাঁখা বলি যায় ঢের।
দেশপ্রেম ভরা সৈনিক যারা, ক্ষত বয় যুদ্ধের৷
দাঙ্গার নামে লুঠ চলে দিনে, ভয়...
টুপি পরা মুখ, বারুদের স্তুপ৷ ওরা পৃথিবীর নয়৷
আড়াইয়ের কাট, আগুনের হাট, চুপ...
রক্তের স্রোত, শিকারীর ওঁত, ঈশ্বর বাটে সুখ৷
ধরা পড়ে যারা মেপে বাটখারা, জাত...
শেষ সম্বল পদাতিক দল নিষ্ক্রিয়, দেখে ত্রাস৷
গরীবের চাকা একশত টাকা দিনে,
ওরা জানে ক্ষয়, যুদ্ধের ভয়৷ রাজনীতি দেখে সিন-এ৷
ব্যবসায়ী শ্রেণী কান পেতে শুনি কাঁদে,
বাজারের ধোঁয়া, খালি পেটে শোয়া৷ ধ্বংসের সংবাদে৷
স্বদেশের ভূমি শ্মশানের জমি, মা'ও...
ধড়হীন শিশু, নিশ্চুপ যিশু, অক্ষম বিধাতাও৷
যারা সিরিয়ায় বৃথা মারা যায়, লাশ...
পৃথিবীর কেউ এসো দেখে যাও কাকে বলে সন্ত্রাস৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..