তৃষ্ণা

গন্ধের নেশায় আদরিণী মথ
                                  সাগরের তটে রাখে ছাপ৷
তৃষ্ণার গহ্বরে চুমু যেন জল,
                                 স্বর্গ পথে উঠে আসে আঁচ৷

অথৈ বানে ভাসছে শহর, উদ্বেগ সমান দুই প্রান্তে৷
গলা ছোঁয়া প্রেয়সী দোসর৷
                                    ধীর গতি, আঁধারে একান্তে৷

বশ্যতা স্বীকার করে মন,
                                যন্ত্রণা ক্ষইছে ক্রমে ক্রমে৷
খুলে রাখা হৃদয় তোরণ
                                 মিশে যাবে অন্তিম সংযমে৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য