প্রহরশেষে

আমার বিকেলটুকু তোমার ছোঁয়ায় আটকে থাক৷
প্রত্যন্ত প্রহরশেষে পড়ন্ত রোদকে আলতো ছুঁয়ে
দুজনে সময় ভুলে হাঁটতে হাঁটতে ফেরি-লঞ্চঘাট৷

শহর ব্যস্ততা মাখে,  আদুরে বাতাস থেকে দূরে৷
প্রেমিকা দেখিনি আমি, গঙ্গার হাওয়াই ছুঁয়ে গেছে৷

নদীতে মাঝির দল, নৌকায় জীবন ভাসা, ঢেউ..
সন্ধের জোয়ার ছাড়া ওদের খবর রাখেনা কেউ৷

ফিরছি অতীতে যেন, লুকান মাটির বুক খুঁড়ে..
অচেনা মনের ক্ষত এমন সময় ভাল লাগে৷

কবে যে কোথায় কোন পাওনা গণ্ডা, গরমিল আছে..
সন্ধ্যায় হিসেবি মন পুরান সেসব খাতা খোলে৷
ফুরফুরে বাতাসে জাগে স্মৃতির কবরে শোয়া বীজ৷
আবহাওয়ায়, আকাশে বাতাস মেশার কথা ছিল৷
শুকানো বালির বুকে কবেইবা বেড়ে ওঠে গাছ?
ক্যাকটাস উঠেছে কোনো, কখনো কখনো কাঁটা বেঁধে৷

রাত্রের লঞ্চের শেষ সাইরেনে ঘুম ভাঙে পাড়ে বসে
আবার ফিরতে হবে ঊর্ণাজাল বাঁধা শহরের বুকে৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡
                                                    

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত