ধোঁয়াশেষে

গঙ্গার বুকে ভাসা পোড়া কাঠে
লেখা থাকে ধোঁয়া ঢাকা বহু নাম৷
আনকোরা ধার ব্লেড, মুন্ডনে...
সিঁথি কাদে, কেউ ভাবে পরিনাম৷

আনকোরা প্রাণটিও দিশাহীন,
কোলে উঠে হাসে, নেই ভ্রুক্ষেপ৷
ক্ষত জমে, মাপ কমে পরিধীর৷
খোয়া গেছে কি যে ধন জানা নেই৷

কেউ হবে একা পথে গুমনাম৷
ত্রিকোণমিতির মত সমাধান৷
জীবনের ঝড়ে উঠে দাঁড়াবেই,
উজ্বল বিধাতার প্রতিদান৷

কাঠফাটা রোদ্দুরে হাঁটা পথ,
দিকে দিকে ভীড় বাড়ে আগাছার৷
এমনিও বাড়ে, নেই মালি যার,
ওরা, যারা মাটি পায় উর্বর৷

কেউ তালগাছ কেউ বট হয়ে
সস্নেহে হাত ধরে আগামীর৷
ওরা জানে কত ঝড় ধোঁয়াশেষে
কান্নার রাতে ঢাকা সমাধীর৷
        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত