ঈশ্বরবন্দী
ধর্ম থেকে বর্ম উঠে
মৃত শেকড়ের শিরে চন্দ্রবিন্দু বসে৷
আসিফা, বিদিশা, রাধার রেচনে অনায়াসে তরবারি ক্রীড়া৷
বিধর্মী মাংসল যোনী যেন ঠিক কোন
শক্তি প্রদর্শনী ক্রীড়াঙ্গন৷
রামায়নজ্ঞানহীন ভক্ত হনুমান থেঁতো করে
নির্জনে নিষ্পাপ মুখ৷
পাথর সমুদ্র বাঁধে'না আর... জুড়েনা সাগর,
বিবেকে বিভেদ গেঁথে যায়৷
ত্রিশুল কাপড়ে বাঁধে স্বর,
আল্লার বান্দায় আনকোরা যোনী খুঁজে
প্রাণভরে মসজিদে খায়৷
লজ্জার সমুদ্রে গীতা, কোরাণের সামুহিক ক্ষয়৷
ধর্ষনঝড়ে উল্লাসি যারা, তারা কেউ সমাজের নয়৷
মৃত রাজা৷ রাজনীতি, ক্ষমতার বিষম লড়াই৷
টর্চ জ্বেলে সূর্যকে দেখার প্রতিভাও
মূর্খতার-ই পরিচয়৷
রাঙা হয় কূটনীতি ধর্মাবীর মেখে৷
ঈশ্বর ধর্মীয় অস্ত্রাগারে বন্দী৷
তাকেই মারব বলে লেখনীর অস্ত্রতে শান দি(ই)৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..