শ্মশান থেকে পালিয়ে

শ্মশানে উঠেছে মালবিকা,
                            আলোকিত বিপন্ন গুহায়৷
ঝলসানো সংসারে আগুনের তাপ ছোঁয়া নিপুণা
রমণী প্রতিটি প্রহরে মূর্ছা যায়৷ 
দিনে রাতে অসম বিভেদ, বাকল উপড়ে বেজে ওঠা বীণা থেকে ওঠে হার্দিক গর্জন৷
                              ক্ষয় চাপা হৃদয় ক্রন্দন৷

হঠাৎই উড়েছে মালবিকা চিতা ঠেলে ছাই - কালি মেখে৷ আকাশে রোদের দেখা আজ৷ 
উড়ে যাও জিজীবিষা ধরে, 
                              ছুটুক পেছনে বরকন্দাজ৷
                      ✍ প্রভাত ঘোষ. ⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য