যুদ্ধশেষে

যুদ্ধের ঠিক পরে ট্রেন থেকে
নেমে দেখি কঙ্কাল অবশেষ৷
ঘরবাড়ি, স্তব্ধতা, পরিবেশ...
মানুষের যন্ত্রণা গুণছে কে?

ওরা, যারা ভাত চায়, পথে নামে
অঙ্গারপথে হাটে রাতদিন৷
সন্ধানী হিসেবের গরমিল...
চুপপ্রেমী চিঠি লেখে নীল খামে৷

তেষ্টায় প্রাণ ঢালা সরবতে
শিশুদের গলা ভেজা ধর্মই৷
মানবতা বাঁচাতে তো লড়বই,
দেশ যদি বেঁচে যায় কোনমতে।

গলি গলি বিধাতার চিৎকার...
ক্ষয় হোক, নিভে যাক ঈশ্বর৷
আরও এক যুগ হোক প্রস্তর৷
শান্তির পৃথিবীটা দরকার৷

রক্তের হানাহানি, বোমা নেই,
হৃদয়ের ধর্মও ধ্বজাহীন...
খিদেটাই পুরোহিত বা মুমিন৷
দু-বেলায় ভাত তবু জুটবেই৷
        ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য