নপুংসক
উত্তপ্ত রডের ফলা বিঁধে রক্তাক্ত যোনীর বুকে উঠে আসা রক্ত দিয়ে বারুদের স্তুপ গড়া হোক৷
নপুংসক রাষ্ট্রের ধ্বজায় বিদ্রোহি ইঞ্জেকশন মারো৷
জাগো মৃত সংবিধান, জাগো৷
রাস্তায় রাস্তায় ভারতের লাশ গুনে নির্বাক ক'দিন থাকা যায়?
ধর্ষকপ্রহরী মহামানবের গুহাতে লুকায়৷
ইন্টারনেটে সুখের খোঁজ, হাতল ছুঁড়ছে হাত৷
ধর্ষক নগ্নতা মাপে ভারতমাতার বুকে...
ক্যানসার, কামের অসুখে৷
তবু যারা সয়ে যায় ক্ষয়...
কতখানি মানুষ, সংশয়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..