স্ত্রৈণ

ক্ষতি নেই কুড়ুল তোলার
নৈশ ভোজে, হৃদয় মশাল দুর্গমতা ডিঙ্গতে শেখায়৷
দ্বিধাহীন ভয়ের আভাস
দৈব সম, আদর সুবাস প্রাত্যহিক-ই আগুন নেভায়৷

সে আমার উজাড় বুকের
মৌন পাখি সাগর সফেন সমুদ্রতে নাবিক যখন..
মেঘেদের উঁচিয়ে আঙুল
স্ত্রৈণ বায়ু জোয়ার আনুক, স্বপ্ন মেখে নিজের মতন৷

শরতের শিউলি ফুলের
ঘ্রাণ মাখা শৈলীতে তৃণের বক্ষ জুড়ে পুলক বাহার৷
ভোর খোলা কোকিল কূহুর
ধৌত প্রেমে সোহাগ মুকুট উচ্চ শিরে জাহাজ নামায়৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত