পুরুষ

জমা হয় গরম বাতাস
সন্ধির ব্যর্থ প্রয়াস৷ ট্রেন জানে নিজস্ব কোন ট্র্যাক৷

সঁজারুর কাঁটার ওপর
মাঝিদের শান্ত সফর৷ বোড়ে চেস-এ অক্ষম, চালে এক৷

তবু সে'ই রক্ষা কবচ,
ধীর স্থির, ব্যস্ত মগজ৷ ইচ্ছেরা হেঁটে গেছে বহু দূর৷

হাল ধরে সন্ধ্যা প্রদীপ,
পাড় ভাঙে বহতা নদীর৷ সন্ধ্যায় ঠেক ছাড়ে বন্ধুর৷

ওরা চায় একটু আরাম,
ফাঁকা দিন, ক্লাবের ক্যারম৷ লাল চা'এ, সিগারেটে সুখটান৷

সপ্তাহ শেষের পরেই,
কাজ শেষে ফেরাও ঘরেই৷ যদি পায় স্বস্তির সন্ধান৷

প্রতিদিন, ব্যাস্ত মেশিন..
ক্লান্তির নামও প্রাচীন৷ ক্ষণিকের নিজস্বতাও ঢের৷

ওরা নাকি শক্ত, লোহার,
জীবনের কঠিন প্রহার সয়ে চলা ধর্মই পুরুষের৷
                  ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত