বৃষ্টির রং লাল
টিপটিপ বৃষ্টির বারিষনামার বুকে নাম লেখা ছিল আমিনার৷
মাংসল টমেটোর রং ধুয়ে
বয়েছিল ধর্মিয় হিংসার নদী৷
মেঘের হুঙ্কার পথে পথে৷
পশু থেকে ধার করে, বিবেকের বিধর্মী প্রহারে...
ঈশ্বরীয় কান্না ঢেকে আসে৷ বৃষ্টির রং তবু লাল নয়৷
হয়তো বা ছিল,
অন্ধকার কবেই বা রং চিনেছে?
ওঁত পেতে ঝোপে বসা মশালের ঝাক
ভিজেছিল মাথা থেকে, আগুন নেভেনি৷
ক্ষণিক দূরেই এক ভালোবাসাঘর৷
বর্ষার ছোঁয়াতে মুকুল ফুটেছে,
আদর মাখান কিছু বাকি৷
প্রেমিকার কাঁধ থেকে নেমে আসা প্রেমিকের ঠোট,
হঠাৎ থমকে যায়৷
ফুরফুরে হাওয়া থেমে হিংসার লু ছুটে আসে৷
গণগর্জনে প্রেমিকা কেমন পাথর হয়ে যায়!!!
পেট্রোলে পোড়ান দেহ যেন এক
গরম পিৎজার মতো৷
বৃষ্টিভেজা রাত জানে আধখাওয়া দগদগে ক্ষত৷
সেদিন বৃষ্টির নামে পরোয়ানা জারি হয়েছিল৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..