উন্নয়ন

মাটি জুড়ে কঙ্ক্রীট তরূ,
কাটা পড়ে জ্যান্ত মহীরুহ,
রাজ্য জুড়ে কালো পিচ পুরু, 
রাজনৈতিক ঘৃন্য চক্রব্যুহ৷

বাতাস জ্বলিছে উষ্নতার দহনে,
উন্নয়ন কাড়িছে অক্সিজেন৷
মরিছে রাজ্যে মানুষ জনে জনে,
পরিশ্রমে ক্লান্ত সিলিং ফ্যান৷

প্রশ্বাস বায়ু গরমে বিষের ন্যায়
গলিছে বরফ, বাড়িছে উষ্নায়ন,
শেকড় রোধে মৃত্তিকার ক্ষয়,
বৃক্ষরোপন প্রকৃত উন্নয়ন৷

তবু চান যদি বিস্ত্রিত হোক রাস্তা
বাড়ান কিছু উন্নয়নের বাজেট,
বৃক্ষের প্রাণ কক্ষনো নয় সস্তা
অগ্রাধিকার বৃক্ষরোপন প্রজেক্ট৷

                   ✍ প্রভাত...

Comments

  1. বাহ: যেমন সুন্দর কবিতা, তেমনি সুন্দর চিত্রখানি।
    আশা করি এই কবিতাটি থেকে সকলেই শিক্ষা অর্জন করিতে পারবে।

    ReplyDelete
    Replies
    1. Manusher manosikotar poriborton holei ei lekha sarthok...

      Delete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য