খোঁজ
শতেক শতাব্দী ঘুরে আসিয়াছি হেথায় ফিরে,
জড়তার বুক চিরে, সভ্যতার ইঁটের প্রাচীরে৷
খুঁড়িলাম কত মাটি কত ইতিহাস,
দেখি সভ্য সামাজে কত হায়নার বাস৷
জড়তার বুক চিরে, সভ্যতার ইঁটের প্রাচীরে৷
খুঁড়িলাম কত মাটি কত ইতিহাস,
দেখি সভ্য সামাজে কত হায়নার বাস৷
দেখিনু সে ঠাঁয় দাঁড়ায়ে, কন্ঠে হাহাকার জড়ায়ে,
ক্ষুদ্র সে এক তৃণলতা, গাহিছে আপন হৃদয় গাথা৷
ভূমি আজও পায় নাই সে, রাখেনি কেহ যত্নে ভালবেসে৷
তবু মনে বাঁচিবার আশা, মনোবল ঘুঁচায় নিরাশা৷
ক্ষুদ্র সে এক তৃণলতা, গাহিছে আপন হৃদয় গাথা৷
ভূমি আজও পায় নাই সে, রাখেনি কেহ যত্নে ভালবেসে৷
তবু মনে বাঁচিবার আশা, মনোবল ঘুঁচায় নিরাশা৷
হরপ্পা হতে ইতালির ভেরোনার পথে,
কত প্রেম বাঁচে আশায়, কিছু বাঁচে গভীর ক্ষতে৷
জৌলুষতার মিরজাফরে কত জুলিয়েট লুটায় শহরে,
রোমিও আজও মরে, শেষে ভালবাসার রক্ত ঝরে৷
কত প্রেম বাঁচে আশায়, কিছু বাঁচে গভীর ক্ষতে৷
জৌলুষতার মিরজাফরে কত জুলিয়েট লুটায় শহরে,
রোমিও আজও মরে, শেষে ভালবাসার রক্ত ঝরে৷
—প্রভাত....
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..