এসো হে রবি

সকালের শুভ্রতার প্রারম্ভেই তোমার গান,
ঘুঁচায়ে যায় সকল কষ্ট, অভিমান৷
যান্ত্রিক যন্ত্রনা বয়ে, ফিরি হতে অফিস কাছারি,
শূন্যতার হতাশা, অপূর্ণ যত আশা
মিলায় তোমার সুরে, হে পথের দিশারী৷

ধর্মে ধর্মে দেখি যুদ্ধের হুঙ্কার নিত্য সংবাদে,
লক্ষ পশু, মানব হত্যার আর্ত নিনাদে
বাতাসে বাতাসে বহে নৃসংসতার বিষ৷
ভাসিছে চক্ষে রাজর্ষির রাজনীতি,
মানব হৃদয়ে আসি জ্বালি দাও আলো, দাও আশীষ৷

বধূর দেহ জ্বলে আজও পণের ধোঁয়ায়,
দেনাপাওনা আজও হয় আঁধার গুহায়৷
শিক্ষার দীপশিখা ধর্মিয় ঝড়ে মুহ্যমান,
ধর্মিয় রাজনীতি ভাগ করে পাকিস্তান৷
তোমার গানের সুরে চেতনার ঝড় তুলে
উদীত হোক ভাতৃত্বের রবি, কলহের অবসান৷

                         ✍প্রভাত...

Comments

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত