খাদক
পারফিউম, বডি স্প্রের গন্ধ ক্ষীন,
কথা বলা রোবটের ভীড় দেখে অতৃপ্ত আত্মা,
সংবাদ হয়ে ওঠে যন্ত্রনায় মৃত অন্তঃসত্তা৷
সত্য সামনে আসে ব্যাবসার প্রয়োজনে,
আবার ঢাকা পড়ে স্বার্থের চাদরে রাজনৈতিক আলিঙ্গনে৷
বিচারের বাণী আজও কাঁদে নিভৃতে,
মোমবাতির ঝড় ওঠে রাজপথে,
টাকার প্রসাদে যেথা ভগবান তুষ্ট,
উচ্চ শিরে সে সমাজে ঘুরিছে নিকৃষ্ট৷
আবার এক অভিযান মদিরা হাতে,
সুমিষ্ট খাদ্যের সন্ধানে নিশুতি রাতে৷
বুদ্ধিজীবীর বৃথাই সকল তর্ক,
এ খাদ্য খাদকের প্রাচীন সম্পর্ক৷
— প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..