কলঙ্কিত সৌন্দর্য

আকাশে চাঁদের প্রকাশ আজ দীপ্ত,
তবু সৌপ্তিক কোন যন্ত্রনা তার বুকে৷
লক্ষ সুখেও হৃদয়ের শান্তি বিঘ্নিত,
অগ্রগতি শিখরের অভিমুখে৷

সৌন্দর্য সর্বদাই কলঙ্কিত,
বক্ষ মাঝের কালো দাগে তাহা দৃষ্ট৷
কলুষতা স্বর্ণমোড়কে অলঙ্কৃত,
এ কলুষতা লালসাতেই সৃষ্ট৷

কলঙ্কিত সৌন্দর্যের ব্যাথা,
চলচ্চিত্রের রন্ধ্র রন্ধ্র জানে৷
নায়িকার মনে সুপ্ত বিরহগাথা,
দুষিছে হৃদয় নিজেরেই অভিমানে৷

বারানসীর বিধবা কল্যানী,
অন্ধকারে বারবণিতার সাজে৷
জানে দেবদাসীর অন্তরের গ্লানি,
সৌন্দর্য কলঙ্কেরই মাঝে৷

                 — প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত