নূতনের আহ্বান

মনের মাঝে জমা হাজার কষ্ট,
বিকেল হতেই মনখারাপের ভার৷
সন্ধেবেলার রাস্তাগুলো ব্যাস্ত,
আলোর মাঝে বিষাদ অন্ধকার৷৷

চৈত্র শেষের কনকচাঁপার গন্ধ,
দূরে কোথাও ধামসা মাদল গান৷
সান্ধ্য হাওয়ায় বাঁশের পাতার ছন্দ,
দুপুর বেলায় ঝিলের জলে স্নান৷৷

উড়ছে টিয়া বসছে গাছের ডালে,
পলাশ ফুলে ভোমরার গুঞ্জন৷
ফিরছে গোপাল কুমীর ডাঙা খেলে,
করছে কেহ স্মৃতি রোমন্থন৷৷

বসন্ত আজ শেষ দুয়ারে বসে
গাইছে সুরে আগমনীর গান,
কষ্ট যত দাও উড়িয়ে এসে
নূতন বছর করিছে আহ্বান৷

                  — প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত