দূরত্ব

একবিংশ শতাব্দীর দুয়ারে দাঁড়ায়ে
ভালবাসা যেথা হয়েছে লুপ্তপ্রায়,
প্রেম মাগিতেছে কেহ দুহাত বাড়ায়ে
দিতেছে কেহ দূরত্বের দোহাই৷

কর প্রেম তুমিও হে ভ্রাতা
বোঝ কি সত্য ভালবাসার মর্ম?
প্রেমের সঙ্গী রহিছে বিধাতা,
স্বামীজি কহেন ভালবাসাই ধর্ম৷

পুঁথি শিক্ষায় লাভ কি বল আর
সেক্সপিয়র, রবীন্দ্রনাথ পড়ে?
প্রেমিকের পথ বড়ই দূর্নিবার,
বুঝিবে তুমিও কভু বেদনার ঝড়ে৷

একলা রহিবে, হইবে ছিন্ন অলিন্দ - নিলয়,
বুঝিবে সখি তুমিও সেদিন ভালবাসা কারে কয়৷

                        ✍ প্রভাত...

Comments

  1. প্রেম বড়-ই যাতনাময়।
    তবে একবিংশ শতাব্দীর প্রেম বোঝা, বড় দায়।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য