অব্যক্ত সম্পর্ক

কিছু কথা থাকুক নিরুত্তর৷
কে জানে কোথা ভাসাইবে জীবন,
হয়ত উঠিবে সম্পর্কে ঝড়৷
ভালবাসা বাঁধা রবে খামারে,
ধানখেতে পড়ে রবে খড়৷

চাষির ফসল রক্ত, বন্ধ লৌহ কপাটে৷
চাষি তবু ধান বোনে মাঠে,
হৃদয় স্নান করে অশ্রুর ঘাটে৷
জমিদারে যায় লয়ে সাধের ফসল,
ধান করে চিৎকার, খড়ে দাবানল৷

আশার তুলসী জড়ায়ে বুকে,
বিধাতার পরে কত শত শির ঝুঁকে৷
খোদাও সেলামে চাষার কর্ম সম্মুখে৷
চাষাই প্রেমিক রূপে সদা জাগ্রত,
পারে যদি হতে কভু তব মনোমত৷

                        ✍প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত