পেলাম না

সমুদ্দুরের বক্ষ চিরে, ঢেউয়ের মাঝে উচ্চ শিরে
দেখি ভালবাসার জাহাজ যাচ্ছে চলে বহুদূরে৷
উঁচিয়া মাথা, প্রেমের গাথা
হৃদমাঝারের গোপন কথা
কন্ঠ ছাড়ি বলতে পেলাম না৷
হে প্রেয়সি মাঝি হয়েও ওই জাহাজে চড়তে পেলাম না৷

রহিছ তুমি অসীম সুখে, সজ্জিত হিমালয়ের বুকে,
লক্ষ কোটি মানুষ আজও তোমায় ছোঁয়ার স্বপ্ন দেখে৷
আছ দম্ভ লইয়া শান্ত হইয়া
উচ্চ শিরে মৌন হইয়া৷
তোমার এ রূপ দেখিয়া ভাবি পূর্বে কেন জানতে পেলাম না,
হে প্রেয়সি তোমার মনের কথা কেন শুনতে পেলাম না৷

উড়ছে সিগারেটের ধোঁয়া, প্রেমের মেঘ আজ যায়না ছোঁয়া,
তোমার বুকের তিলের মাঝে আজও দেখি মরন কুঁয়া৷
ইচ্ছে করে হাতটি ধরে
তোমার সাথে সাগর পারে
ভোরের বেলা আপন মনে, ভালবাসি বলব গানে৷
সময় করে ভালবাসার সেই গান আর গাইতে পেলাম না৷
হে প্রেয়সি তোমায় ভালবেসে আদর করতে পেলাম না৷

শীত সন্ধ্যায় একলা ছাদে, ঠোঁটের পরশ কফির সাথে,
ভালবাসার শব্দগুলি চাঁদের আলোর জোছনাতে৷
আদর তোমার ভাগ্যে আমার
ছিলনা, তাই সব হারাবার
কষ্টগুলো জ্বলছে বুকে, তবু কেন পুড়তে পেলাম না?
হে প্রেয়সি তোমায় আমি কতখানি ভালবাসি, সে কথা তো বলতে পেলাম না৷

                            ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত