যন্ত্রনা
যন্ত্রনা দেখেছি এক বোনের চোখে৷
নিরূপায় এক কন্যার যন্ত্রনা,
পিতার অন্তিম দিনগুলি দেখার যন্ত্রনা
একরাশ কান্না ভরা বুকে৷
সে পিতার ভবিষ্যত অজ্ঞাত৷
মৃত্যুশয্যায় দৃঢ় তবু তার ভাষা,
আবার সুস্থ হয়ে বাঁচার অভিলাষা,
ভগবানের হৃদয়ও আজ মৃত৷
ক্যানসারে ধুঁকছে শরীর,
ফিমার দড়িতে পরিনত,
রোগ নির্ণয়ে বিলম্ব করে ডাক্তার,
ক্যানসার তাই সারা দেহে বিস্ত্রিত৷
আট লক্ষের ব্যাবসা করলে ডাক্তার!!
অন্যের দেহ মৃত্যুমুখি করে,
তুমিও হবে অভিশাপে ছারখার,
হবে ফের দেখা মৃত্যুর ওপারে৷
— প্রভাত....
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..