অনুভূতি

এ এক অভূতপূর্ব অনুভূতি, 
গ্রীষ্মের দাবদাহ মাথায়, তবু অসীম প্রশান্তি৷
বাল্যকালের সেই স্কুলে বহুদিন পর,
উঠিল হৃদয়ে ফের স্মৃতির ঝড়৷
আমার লেখনি তুলি স্যারের হাতে,
একরাশ আশীষের হাত ছোট্ট মাথাতে৷
আমার বইয়ের পাতায় সকলের মুখ,
অসীম উৎসাহ দেখি জাগে মনে সুখ৷
হে বিধাতা দিও আরো লেখনির বল,
করিতে মোর গুরুজনের মুখ উজ্জ্বল৷

                         ✍ প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য