দুর্বৃত্ত রাজনীতি

খুকুমনি কাল করতালিতে মত্ত ছিল,
মুষ্ঠিতে ধরা আধখাওয়া আমসত্ব ছিল৷
পুষ্করিণীর তটে আসিবার শর্ত ছিল,
ছিন্ন বসনে অঙ্গটি রক্তাক্ত ছিল৷
খুকুমনি কাল করতালিতে মত্ত ছিল৷

সমবেত জনতা দাঁড়ায়ে ছোট্ট দেহ ঘিরে,
পুলিশ সাথে নেত্রি সেথা প্রবেশিলেন ভীড়ে৷

শোকজ্ঞাপনে কুম্ভীরাশ্রু, চিতায় লেলিহান শিখা,
রাজনৈতিক মুল্যে বিকোয় মৃত্যুর যবনিকা৷
উল্লাসে জনতা সেথা দিতেছে করতালি,
সম্ভ্রম হতে অর্থ যেথা পাল্লায় ভারী৷

ধর্ষকের পোষক যেথা রাজনীতি,
দেশদ্রোহীর বাক্  ভাষনে সম্প্রীতি৷

সজ্জিত রাজপথে কভু রাতের আঁধারে,
নববর্ষ যেথা দাঁড়ায়ে ছিল দ্বারে৷
ধর্ষক রাজনেতা মিলিয়াছে যেথা,
গতিমান যানে নারী হয় ধর্ষিতা৷

সমাজের মূলে ভরিছে গরল মনুষ্যত্বহীনতা,
নেত্রী কহেন মঞ্চে দাঁড়ায়ে ধর্ষিতারে পতিতা৷

বাকস্বাধীনতা, বলিতেছে নেতা ধর্ষাও ঘরে ঘরে,
রহিছে পোষ্য এ হেন শিষ্য রাজনৈতিক বরে৷
ধ্বংস হউক যে রাজনীতি মেরুদন্ডহীন,
জ্বালায়ে দাও এ ভাবাদর্শ শতাব্দী প্রাচীন৷৷

                        — প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য