মৃত্যু দেবতা
মানবতা ধুঁকছে মৃত্যুশয্যায়,
জীবনদায়ী অমৃতে মিশেছে বিষ,
ভগবান বাঁচে আর্থিক লালসায়,
মরিছে সমাজে মানুষ অহর্নিশ৷
সম্মুখে যেথা মৃত্যুর বিভিষিকা,
ক্যানসার বীজ প্রসারিছে সংযমে,
আপনজনে দেখিতেছে মরিচিকা,
ভগবান আসে আর্থিক প্রয়োজনে৷
চিকিৎসা আজ ব্যবসায় পরিনত,
বিশল্যকরণী রক্ষিত গোপনে,
দেখি লজ্জায় চোখ ঢাকে সুশ্রুত,
আশার তরী বাহিতেছে কেহ মনে৷
লক্ষ মানুষ সঁপিছে আপনজনে
ভাবিয়া যেথায় ভগবানের বাস,
ভুল চিকিৎসা আর্থিক প্রয়োজনে,
উপহার রূপে উপনিত হয় লাশ৷
অঝোর নয়নে শ্মশানের কোণে
কাঁদিছে লক্ষ মাতা,
ভগবান আজ খোদ শয়তান
নহে সে পরিত্রাত্রা৷
—প্রভাত....
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..