ভারত মাতা
প্লবনে প্লাবিত অসম হতে
সাইক্লোনের চেন্নাই,
ধুন্ধুমার পর্বত বেষ্টিত কাশ্মীর হতে
সবুজ স্বর্গ কেরল তব দ্রষ্টা,
স্বাক্ষি রহিছে মোর থরের বালুকা
হাজার বছরে তোমারি শরীরে লক্ষ লক্ষ ক্ষতের৷৷
তব বক্ষে সৃষ্ট লক্ষ ইতিহাস,
যুদ্ধক্ষেত্রের রক্ত শুকায়েছে শরীরে৷
নির্দ্বীধায় বরন করিয়াছ লক্ষ কোটি বহিরাগত,
স্থান দিয়াছ হৃদয় মাঝে৷
তোমায় মাতা বলিতে গর্ব করা সাজে৷৷
দেখিলে কত সন্তানের হানাহানি,
নন্দ হইতে মুঘলের পতন,
সিরাজকে মারিতে বৃটিশের ছলনা,
তব বক্ষ কেহ করিল স্থানান্তর৷
ছেচল্লিশে কলকাতা জুড়ে লাশ,
ক্ষুধার হাহাকারে ছিয়াত্তরের মন্বন্তর৷৷
বারেবারে কাঁটাতারে বিভক্ত তব অঙ্গ,
সহিয়াছ শত লাঞ্ছনা , তবু করিয়াছ ক্ষমা৷
আপন আঁচলে রাখিয়াছ বাঁধি সকলে,
নমন করি তোমায় হে ভাগ্য বিধাতা,
হে জননী, হে পরিত্রাতা৷
জন্মে জন্মে তব বক্ষে দিও স্থান,
আমার গরব আমার ভারত মাতা৷৷
— প্রভাত...
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..