ঘাতক

পৃথিবী জুড়ে লক্ষ কোটি ঘাতক,
কেহ বন্ধু, কেহ রহিছে ভাতৃ রূপে৷
পশ্চাৎঘাত করে হয় পলাতক,
কেহ বা আঘাত করিছে প্রবল বুকে৷

বরফ হতে প্রস্তুত যে ছুরি,
আঘাত করিয়া রাখেনা কোন প্রমান৷
স্বার্থান্বেষীর মিথ্যা ভুরি ভুরি,
এ হেন মিত্র গুপ্ত শত্রু সমান৷

ডলফিন থাকে মিত্র রূপে জলে,
ওঁত পাতিয়া প্রতীক্ষারত কুমীর৷
চয়ন কর আপন বুদ্ধি বলে,
নির্বোধ রহে মৃতের ন্যায় স্থবীর৷

রাজনীতি যেথা করিছে আপনজনে,
মিছরির ছুরি হৃদয়ে রাখিয়া বচন৷
এ যন্ত্রনা বড় বেদনাদায়ক মনে,
ভাবিয়া করিও "আপন" নির্বাচন৷

                   ✍ প্রভাত....

Comments

  1. সত্য বচন। খুব ভালো লাগল।

    ReplyDelete

Post a Comment

Your Valuable Response and Comment would Inspire to Write Better..

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য