তিমিরে জ্ব্যোতি

নৈঃশব্দিক আর্তনাদে মৃত্তিকা,
মস্তিষ্ক খুঁড়িছে গহ্বর,
ঔচিত্তের বিশ্লেষনে মানুষ রূপি প্রাণী,
উপনেত্রে তিমিরের আচ্ছাদন
করিছে সৃষ্টি সামাজিক হানাহানি৷৷

বাতাসে উঠিছে রণহুঙ্কার,
যুদ্ধের দামামা বাজিছে হৃদয়ে৷
চক্ষে প্রজ্বলিত পরহিংসার বহ্নি,
রক্ত বহিছে শান্তির কনভয়ে৷

স্বার্থের চাদরে আচ্ছাদিত ধর্ম,
অজ্ঞতার নরকে ঘুণ ধরা মস্তিষ্কের
প্রয়োজন শিক্ষার কেরোসিন৷
অমানবিকতা হোক পুড়ে ছারখার,
আসুন ফিরিয়া বারেবারে, সূচীভেদ্য অন্ধকারে
চেতনা জ্ব্যোতি জ্বালিবারে,
হে বিবেকানন্দ, জগতের আলাদীন৷৷

                        — প্রভাত...

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য