Posts

Showing posts from 2016

ক্ষুধা

Image
    ক্ষুধা  ******** ক্ষুধায় করায় চৌর্যবৃত্তি, সহস্র কুকর্ম, ক্ষুধাই সকল জীবজগতের একমাত্র ধর্ম৷ ক্ষুধায় করায় রাহাজানি ক্ষুধায় করায় চুরি, প্ররোচিত মানুষ বলে মিথ্যা ভুরিভুরি৷ ক্ষুধার জ্বালায় পৃথিবীতে মরছে হাজার শিশু, সৃষ্টি করে ক্ষুধাই হাজার সন্ত্রাসবাদী পশু৷ ক্ষুধায় হাজার শিশু হাতে নিচ্ছে তুলে অস্ত্র, ক্ষুধার জ্বালায় হাজার নারী স্বেচ্ছায় বিবস্ত্র৷ মানব ধর্ম ত্যাগিয়া মানুষ করিতেছে দুষ্কর্ম, বলনা সমাজ ক্ষুধার চেয়ে কি বা বড় ধর্ম ? ক্ষুধায় বাড়ায় বঙ্গবাসীর ছিয়াত্তরের ভয়, জয় করবে ক্ষুধা যেদিন, করবে বিশ্বজয়৷ অন্নের চেয়ে কে বা বড় আছেন ভগবান, ধর্মের নামে তবুও সমাজ করছে রক্তস্নান৷                     —প্রভাত...

বেশ্যা

Image
বেশ্যা ****** পদ্মা পারের মাইয়া আমি নাইকো ঘরে সুখ, ঝি খাটি তাই বাড়ি বাড়ি কাটাইতে মোর দুখ৷ অকর্মা মোর মাতাল মরদ ঘরে খাবার নাই, মাঝরাত্তিরে ঢুইকা ঘরে গতর ছিইড়া খায়৷ একদিন সে বললে ডেকে কাম পাইসে ঢাকা থেকে৷ চইলা গেলাম মুখের কথায়, বেচলে মোরে বেশ্যা কোঠায়৷ সেই থেইকা কুকুর গুলা, এই দেহতেই মেটায় জ্বালা৷ কেমন তোদের সমাজ বাবু, কেমন তোদের শিক্ষা, চরিত্র তোর নষ্ট হলেও আমরা দিই পরীক্ষা৷ নাক সিটকাস বেশ্যা বলে, রাতেই আবার ডাকিস কোলে৷ দিনের বেলা নষ্টা বলিস, দিন ফুরাতেই কাপড় তুলিস৷ ক্ষিধের জ্বালায় কাম চাইছি পাইছি দহন জ্বালা, দেহের জ্বালায় করলি তোরা আমায় ফালাফালা, কেমনে তোরা বুঝবি বাবু এই বেশ্যার জ্বালা৷                       —প্রভাত...

বর্তমানের যিশু

Image
বর্তমানের যিশু ************** কম্ব জেহাদের দোহাইয়ে  যারা গড়ছে মানব বোমা, বর্তমানের যিশু কি তাদের পারবে করতে ক্ষমা ? ক্ষুধার্থ সব শিশুর হাতে তুলছে মারন অস্ত্র , পথের ধারে সহস্র মেরি আ...

মা

Image
মা **** মাগো একটু আদর দাও, আমায় একটি  হামি খাও৷ ছোট্টো বেলায় আমায় ছেড়ে কোথায় চলে যাও৷ আমি করবোনা আর ভুল, আর খুলবোনা তোর চুল, এবার পেছন ফিরে চাও, মাগো একটু আদর দাও৷ মাগো কি দোষ আমার বল ? আমার আঁখি যে ছলছল৷ স্নেহের সোহাগে বঞ্চিত আমার কি অপরাধ বল ? মাগো কি দোষ আমার বল ? কোলে নিয়ে আবার চোখের  জল মুছিয়ে দাও, ক্ষিধের জ্বালায় জ্বলছে উদর অন্ন তুলে দাও৷ মাগো একটু আদর দাও৷ আমিও যেদিন বড় হব, দেশের হয়ে নাম কামাব৷ সেদিন যদি আসিস ফিরে দেখতে পাবি অদূর নীড়ে, বাগিচার ওই গাছের তলায় ভোর অথবা সন্ধ্যা বেলায়; বুকে রেখে তোর ছবিটা, লিখব মাগো তোর কবিতা৷                          —প্রভাত...

প্রিয়া

Image
প্রিয়া ***** তোমার ঝিনচ্যাক ওই Look, দেখে ফাটছে আমার বুক৷ তোমার চশমা ঢাকা চোখ, মন চাইছে আমার হোক৷ তোমার ম্যানিকিওর নখ, দেখে হচ্ছে পাগল লোক৷ ওগো জিন্স টপ পরা মেয়ে, কেন দেখছ অমন চেয়ে ? ...

স্বপ্নময়ী মেঘবালিকা

Image
স্বপ্নময়ী মেঘবালিকা ************** মাত্রি-স্নেহের সোহাগ হতে রয়েছি বঞ্চিত, ভাগ্যতটের নিঠুর মায়ায় স্বপ্নেরা পরাজিত৷ নিঃস্স্ব নিথর অনুভূতির বিষাক্ত নিঃশ্বাস, পুড়ছে কোমল হৃদয় যেন এক জ্জ্বলন্ত লাশ৷ স্বপ্নতরী দুলছে হাওয়ায় নিরুদ্দিষ্ট কূল, জিগাই তোরে বলনা প্রভু কি ছিল মোর ভুল৷ ভাবছি কেমন জীবনটা আজ সত্তি ছন্নছাড়া, জীর্ণ সিক্ত হৃদয় মাঝে অঝোর অশ্রুধারা৷ স্বপ্নসাথী মায়াবিনি হৃদয় ছোঁয়া নারী, প্রবেশিলে জীবন মাঝে মুছলে অশ্রুবারী৷ মা, বোন, স্ত্রী সকল নারী খুঁজছি তোমার মাঝে, সাজাই তোমায় ভালোবাসার স্বপ্ন রঙিন সাজে৷ মাত্রিস্নেহ সম যতন, রাগ অভিমান হোক পুরাতন৷ বাদলা দিনের এক প্রেমিকা, গাইবে বেহাগ মেঘবালিকা৷ প্রেম সোহাগের খুনসুটি  যেন আপন সহোদরা, বিরহের সমাপ্তি টানে প্রেমের জীবনধারা৷ আশাভঙ্গের অভিমানে তোমার নিরবতা, চরম ক্রোধের বক্তা হলে থাকব নীরব শ্রোতা৷ রাখবো মাথা তোমার কোলে ইচ্ছে শিশু সাজি, শিশু, স্বামি, পিতার আমি অঙ্গীকারে রাজি৷                      —প্র...

মায়াবিনি

Image
মায়াবিনি ********* মায়াবি তোমার ওই কালো টানা চোখে, সপ্নেরা আশা পায় ঝড় ওঠে বুকে৷ তোমার ওই লাল ঠোঁট কেন এত টানে, এসো গো হৃদয়ে মোর সুর দাও প্রানে৷ হৃদয় হরেছ মোর ওগো মায়াবিনি, জীবন অরন্যে তুমি স্বর্ণ হরিণী৷ প্রভাত কিরন সম উজ্জ্বল হাসি, স্বপনে ও জাগরনে তোহে ভালোবাসি৷                  — প্রভাত..

বোরখা — ঘোমটা — শাড়ি

Image
বোরখা — ঘোমটা — শাড়ি *********************** সেদিন বাসে সখির সাথে বোরখা পরা মেয়ে, বিস্ময়ে সে দেখছে কেমন বাহির পানে চেয়ে৷ কূ দৃষ্টিতেও নির্দোষ পুরুষ দোষি আজ তুই নারী, স্থির করে তোর বসন সমাজ বোরখা - ঘোমটা - শাড়ি৷ যায়না পারা চিনতে তোমায় বাড়ির কাছাকাছি, বাইরে তোমার হৃদয় বলে বোরখা খুলে নাচি৷ হয়না জ্ঞাপন সম্মান শুধু ঘোমটা পরা সাজে, কর্মে বাড়ে ব্যক্তিত্ত্ব কাজ নেই তোর লাজে৷ অনিচ্ছাতেও সেই মেয়েটি বোরখা যখন পরে, অস্ফুটে তার হৃদয় হতে অশ্রু বারি ঝরে৷ বলনা এ সমাজে মেয়ের শিক্ষার কি হার, প্রথার নামে নারীর প্রতি অসীম অত্যাচার৷ রাম আল্লার ধর্ম ছেড়ে মানবিকতা ধর, প্রেম প্রীতি আর ভালোবাসায় সমাজে বাস কর৷ জাগ্রত হও নারী জাতি কন্ঠ ছাড় জোরে, অমানবিক প্রথা ত্যাগো হস্তে কলম ধরে৷                    — প্রভাত...

বিসর্জন

Image
বিসর্জন ******** মন মাঝারে বসত করে রেখে ছিলেম যারে, লুঠ করেছে হৃদয় আমার ওই তিস্তার পারে৷ তিনটি বছর অতীত তবু নির্বোধ এ মন, বোঝেনি সে হওনি কভু মনের আপনজন৷ অদৃষ্টের খেলা, নাকি গোপন ছ...

ধর্ষিতা

Image
ধর্ষিতা ******** আঁধার রাতের ভোগ্যা সে যে এক ষোড়শি মেয়ে, ভোর রাতে যার মৃত শরীর দেখছে তোমায় চেয়ে৷ দোষ ছিল তার একলা পথে Tuition এ তে যাওয়া, একলা নারী ভোগ্যা ভেবে করলে পিছু ধাওয়া৷ তোমার গৃহের পোষ্য কুকুর রাত্রে বাঁধন ছাড়া, একলা নারী দেখলে পথে যৌনতা দেয় তাড়া৷ আজও তুমি অন্ধ বধির স্বার্থপরের সমাজ, পুঁজিপতির পদতলে থাকাই তোমার রেওয়াজ৷ বেটি পড়াও বেটি বাঁচাও ডাকল অভিশাপ, লজ্জায় ঘরে লুকিয়ে দেখ কাঁদছে মেয়ের বাপ৷ সমাজে আজ ধর্ষনকারী বহাল তবিয়তে, ঘৃন্য হয়ে ষোড়শী আজ জ্বলছে চিতাতে৷ বিবেকহীন মানব সমাজে অচ্ছুত তার চিতা, অনন্য এক পরিচয়ে সে রাস্তার ধর্ষিতা৷                          — প্রভাত...

ভালোবাসা না যৌনতা

Image
ভালোবাসা না যৌনতা ******************** রাত্রি যাপন ব্যবস্থা আজ লাচেনের Hotel এ, নিশীথ যাপন পূর্ণ হবে Rum এর Bottle এ৷ Driver দা খুবই ভালো মানুষ সহজ সরল, তবুও যেন হৃদয় মাঝে অমানুষিক গরল৷ Hotel ঢুকেই প্রথম দৃষ্টি প্রীতি নামের মেয়ে, স্বাগত জানায় হাঁসি মুখে এক দৃষ্টে চেয়ে৷ Driver দা বললে ডেকে চোখের ইশারায়, চাইলে প্রীতি আসবে রাতে আমার বিছানায়৷ যদিও আমায় ভালোবাসে, মনটা সাদা পাতা; কামনার ঝর্ণা ধারায় মেটাও যৌনতা৷ Balcony তে দাড়িয়ে ছিলাম আকাশ পানে চেয়ে, ইশারাতে ডাকছে দেখি সে সুন্দরী মেয়ে৷ ঘৃনার অনল করছে দহন হৃদয় হীনা নারী, প্রেম কি তোমার শুধুই শরীর এমনি ব্যভিচারি ? সম্পর্কের নেই কোন দাম এমনি হৃদয় হীনা, যতই ভাবি, চলছে বেড়ে তোমার প্রতি ঘৃনা৷ ভালোবাসার বর্ণনাতে আমার এ ব্যর্থতা, এই কি তোমার ভালোবাসা নাকি শুধুই যৌনতা ?                        — প্রভাত..

নেই শিশু তোর মায়ের কোল৷

Image
নেই শিশু তোর মায়ের কোল ************************** পথের ধারে খালের পাশে, গজ জড়ানো শরীর ভাসে৷ কেউ বা তোকে দেখতে পেয়ে, নোংরা বলে যায় এড়িয়ে৷ অবাধ যৌনতায় মেতে কেউ বা করে নষ্টামি, অবাঞ্ছিত আজ হলি তুই, জ...

13th December

Image
13th December ***************** আমায় তুমি বাসনি ভালো কভু, তাই হয়তো এমন নিরবতা৷ তোমার ছবিতে Tag নেই আজ আমি, এ ভালোবাসায় আমার ব্যর্থতা৷ হয়তো সত্যি ছিলে নিরূপায়, নয়তো বা ইচ্ছে তোমারো ছিল৷ মোর জীবনে থাকলো ...

জ্বলছে ভালোবাসা

Image
জ্বলছে ভালোবাসা ***************** হঠাৎ কোথাও তোমায় দেখে, শিউলি তলে পথের বাঁকে, হৃদয়ে মোর জোয়ার ওঠে, মিষ্টি হাঁসি তোমার ঠোঁটে৷ পরক্ষনেই ফেরার পথে, অন্যের হাত তোমার হাতে, ডুকরে উঠে ভাঙলো ...

সেই রূপসী চাঁদ

সেই রূপসী চাঁদ **************** দুচোখ ভরে দেখার আশায় আমি সান্ধ্য ভ্রমনে, হৃদয় জুড়ায় অচেনা পাখির সুরেলা কূজনে৷ একটি দুটি দোকান খোলা সুরা পানের আসর, রাত্রি বাড়ার সাথে প্রকৃতি সাজায় আপন বাসর৷ পাহাড় জুড়ে ঘরের আলো জ্বলছে বুঝি তারা, চাঁদের আলোয় মুগ্ধ করা সেই ঝর্নার ধারা৷ প্রকৃতি মাঝে হারিয়ে যাবার পূর্ণ হল সাধ, মেঘের মাঝে উকি দেওয়া সেই রূপসী চাঁদ৷                    — প্রভাত...

হিমালয়ের বুকে

Image
হিমালয়ের বুকে **************** ধোঁয়ায় ভরা জীবন আমার শব্দে ঝালাপালা, বিষক্রিয়ায় প্রহর কাটে হৃদয় মাঝে তালা৷ বিষন্নতা ও অবসাদের কাটাতে দুর্দিন, হিমেল অনুভূতির আশায় ছুটলাম পেলিং৷ অসাধারন স্রোতের ধারায় পাহাড়ি রঙ্গিত, পাহাড় মাঝে বাজাও তুমি আপন সঙ্গীত৷ অবর্ননীয় সে সৌন্দর্যের নেইকো সজ্ঞা, সূর্য কিরনে অপরূপা তুমি কাঞ্চনজঙ্ঘা৷ পাহাড় মাঝে সূর্য কিরন খেলছে আলো ছায়া, বিষাক্ত এ হৃদয় জুড়ায় স্নিগ্ধ হিমেল হাওয়া৷ প্রভাত কিরনে রাঙিয়ে ওঠো মেঘের আলয়, উচ্চ শিরে বাহুবলী বীর হিমালয়৷ টাকার নেশায় ব্যস্ত মানুষ থাক কৃত্রিম সুখে, শান্তি আমি পাই যে খুঁজে হিমালয়ের বুকে৷                      — প্রভাত

পেলিং এর সে রাত্রি

Image
পেলিং এর সে রাত্রি ******************* বিস্মিত হয়ে ফিরিতেছি জোছনা রাতে, পাহাড়ি সুন্দরী পেলিং উপভোগের আকাঙ্খাতে৷ যেন তারারা দিচ্ছে উঁকি পাহাড়ে, চাঁদের আলোয় ভাসমান মেঘ আলোকিত, পাইন গাছের ফাঁকে জোছনার আলো, মোর হৃদয় করেছে শিহরিত৷ জোছনা রাতে স্নিগ্ধ হিমেল বাতাস, কাছে পাহাড়ি নদীর শব্দের আভাস৷ নয়তো বা কোন ঝর্ণা কাছাকাছি, আগুনের উত্তাপ স্পর্শরতা সুন্দরী, নিঃস্বাশে পাহাড়ি ফুলের সুবাস৷ আমি পেলিং এর পথে শহুরে এক যাত্রি, মুগ্ধ করেছে মোরে পেলিং এর সে রাত্রি৷                                           — প্রভাত...

এক পাহাড়ি মেয়ে

Image
সতস্ফুর্ত ফিরিতেছিলে North Pelling এর পথে, ভুবন ভোলানো তোমার হাঁসি ঠোটের কোণাতে৷ ফুরফুরে সেই হিমেল হাওয়া পাইন গাছের সারি, পাহাড় মাঝে নজর কাড়া সেই মোহিনী নারী৷ রোদ্দুরেতে দাঁড়িয়ে ছিলে রঙিন বাড়ির পাশে, তোমার বাড়ি যেথায় পাহাড় আকাশ মাঝে মেশে৷ সখির সাথে দাঁড়িয়ে ছিলে সবুজ জামা গায়ে, অসাধারন রঙিন জুতো ফর্সা জোড়া পায়ে৷ হৃদয় আমার যায় হারিয়ে তোমার দিকে চেয়ে, সে যে আমার হৃদয় ছোঁয়া এক পাহাড়ি মেয়ে৷                          — প্রভাত...

আমি BPO কর্মচারী

Image
নিদ্রাহীন রাত্রি কাটে যেন ভোরের কোকীল, প্রভাত হবার আগেই বাজে আমার Mobile. Toilet এ তেই Receive করি প্রথম Cab এর Call, কভু সময় পাইনা খেতে সকাল বেলায় জল৷ দেখি ভোরে রাস্তাতে কত সহচরী, ভাবি আমিই হতভাগা BPO কর্মচারী৷ বাহির হতে সুন্দর লাগে Office Campus, ঘুনাক্ষরেও যায়না দেখা Manager এর বাঁশ৷ তিন প্রহরের দিনে আমার 18 ঘন্টা কাজ, করেছে আমায় বিষাদগ্রস্থ বিচ্যুত সমাজ৷                      — প্রভাত Ami BPO Kormochari ********************** Nidra Hin Ratri Kate Jeno vorer kokil Probhat hobar Agei Baje Amar Mobile... Toilet e tei receive kori Prothom cab er call, Kovu somoy paina khete Sokal belay jol... Dekhi Vorer Rastate Koto Sohochori, Vabi ami e Hotovaga  BPO Kormochari.. Bahir Hote Sundor lage Office Campus Ghunakhoreo Jayna Dekha Manager er Baash... Tin Prohor er Dine Amar 18 ghonta kaj Koreche Hridoy bishad gostho Bichuto Somaj..                       — Prabhat

তোমার সেই গোলাপী ঠোঁট

Image
তোমার সেই গোলাপী ঠোঁট ************************ হতাশ হয়ে ফিরছি যখন Esplanade থেকে, Metro চেপে থমকে গেলাম রূপের ছটা দেখে৷ মিষ্টি হেঁসে দাড়িয়ে ছিলে Boyfriend এর সাথে, ঠাঁসা ভীড়েও ফুটলো হাসি ঠোঁটের কোণাতে৷ অসাধারন রঙের মিলন হলদে সালোয়ার, হৃদয় মাঝে বিঁধলে চোখের তীক্ষ্ণ তলোয়ার৷ অনন্য সেই চোখের মায়ায় করলে হৃদয় বিদ্ধ্ব, গোলাপী সেই ঠোঁটের হাসি করেছে বাকরূদ্ধ্ব৷ রূপের জালে বাঁধলে হৃদয় লাগলো গভীর চোট, ভীড়ের মাঝেও অপরূপা সেই গোলাপী ঠোঁট৷                         — প্রভাত....

শেষ পরিনতি

শেষ পরিনতি ************** এইতো ক দিন আগেও ছিলে তুমি অচেনা, মাঝ বসন্তে এসেছিলে মেলে পাখনা৷ ভালবাসার সুরটি বেঁধে শুনিয়ে ছিলে গান, কোকিল কন্ঠী মাধুরিতে জুড়িয়ে ছিল প্রাণ৷ যাবার আগে আমা...

আমার সাধের বিগ বাবুল

Image
আমার সাধের বিগ বাবুল ********************** বাল্য কালের ভালবাসা মিষ্টি তোমার স্বাদ, তোমার আমার ভালবাসায় নেইকো কোন খাদ৷ Tuition এ তেও যেতাম আমি তোমায় নিয়ে সাথে, মা না বকলে রেখেই নিতাম তোমায় খাবার ...

বন্ধু তোমায় ধন্যবাদ

বন্ধু তোমায় ধন্যবাদ ****************** কিছু মনের ভাবনাতে লিখি দু এক কথা, শব্দ দিয়ে প্রকাশ করি হৃদয় মাঝের ব্যথা... হৃদ মাঝারের শব্দমালা যা ছিল গোপনে, কবিতা হয়ে পড়ে ছিল Diary র এক কোণে... বন্ধু হয়ে ল...

প্রথম কবিতা তোমার জন্য

বিশেষ শুভরাত্রি **************           নাই বা হল দেখা আজও তবুও ভালবাসি, স্বপ্ন দিয়ে সাজিয়ে তোমার আরো কাছে আসি... হয়তো কভু পথের ভীড়ে পড়লে তোমায় মনে, তোমার ছবি লুকিয়ে দেখি আমার Cell Phone এ... ভালোবেসে নাম রেখেছি ঋতু কিংবা প্রিয়া, ঋতু থাকে বছর জুড়ে প্রিয়া আমার হিয়া... হঠাৎ কোন দুর্ঘটনায় লাগলে আমার চোট, তুমি যখন বকো আমায় হেঁসে ওঠে ঠোঁট... হয়তো এটাই ভালোবাসা জানিনা সত্তি কিনা, অসমাপ্ত এ দুর্ঘটনা তোমার বকুনি বিনা... অন্তরের ওই অন্তস্থলে তোমায় যখন ভাবি, অনুরোধের Message এ বলি পাঠাতে একটি ছবি... রাত্রি এবার অনেক হল ঘুমিয়ে পড়ি চলো, তুমিও ঘুমাও, আমিও ঘুমাই নিভিয়ে দিয়ে আলো... হয়ে যাই আজ দুজনে স্বপ্ন রথের যাত্রী, নতুন ভোরের আশা নিয়ে জানাই শুভরাত্রি....                                  - প্রভাত......