কক্ষপথ

আকন্ঠ মদের বিনিময়ে দু-দন্ড শান্তির খোঁজ৷
নুড়ি কাঁকরের পথে পথে ভিনদেশী হওয়াই সহজ৷
বালি ঢাকা ধান জমি
                       চাষির জীবন্ত কবরের
বুক জুড়ে নেমে আসে শনি৷
কপালের বলিরেখা মুছে, অবিরাম দুর্ভাগ্য-প্রহারে...
      শান্তিসুধা ঠোঁটে ধরে কেউ তো আসেনি৷

নীরেট গোলক যেন কক্ষপথে ঘুরে চলে রোজ৷

বদ রক্ত জমে জমে ক্যানসারে পরিনত বুক৷
মদের নেশায় ভোলা জায়ুহীন মনের অসুখ৷
ক্ষয়ে যায় ক্ষয়ে যায়, সয়ে যায়
                                       রাতের আঁধারে
কেঁপে কেঁপে উঠে জল মোছে শতাধিক রোমকূপ৷

নিষ্প্রাণ প্রতিমা, তবু গড়িয়েছে এগারোর চাকা৷
      দু-দেশের সীমা, শেষ কাঁটাতার মাঝে, 
                ইশ্বরও শেষ করে সুখ॥
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য