বিহঙ্গীত

সাধ্য নেই জাহাজ টানার,
তাই দাঁড় বেয়ে ডিঙি টেনে আনি
মধ্যবিত্ত বন্দরের বুকে৷
           আবছা কুয়াশা ঘেরা 
           সাগরের বালি তটে শীতল উত্তুরে হাওয়া       
           অনুঘটকের মতো, অঙ্গুলিবন্ধনে বাঁধে৷

সাহেবের ক্যাসিনো, রেস্তোরা,
মাদকতা ছুঁয়ে যেতে পারেনি কখনো
মুক্তপ্রাণ বিহঙ্গীত মন৷
                     শ্বাসরোধ হয় ডান্সবারে,
           (তাই) বারে বারে ফিরে নায়েগ্রার ধারে
                     উকুলেলে ধুন-এ প্রেম খুঁজি৷

রঙিন তোয়ালে গোনে 
খুচরো, প্রেমিকা, যার প্রেমিকের গন্ধ
ভাসে মেলোডিক রিডে৷

           শেষ রাতে গুটিকয় আদরের ঝুলি 
                     শান্তির সন্তোষে হাসে৷
                   ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য