জিজীবিষা
হঠাৎ বিভার আগমনে আত্মার সবুজ সিগন্যাল৷
ঘোষনা হয়নি মৃত নামে৷
শুধু বাস্তবতা ছিড়ে গেছে জাল৷
নীল জলে লাল হলুদের মাছ,
এখানে ওখানে ঘুরে
মন খুলে বাঁচার প্রয়াস৷
যতটুকু জল চাই সীমানায় বাঁচার তাগিদে..
প্রাণপনে ধরে রাখি তাই৷
হৃদয় আকাশ মাপে৷
সোনালী থালায় খাওয়া পাখি
প্রতি ধানে
খুঁটে চলে
খিদে৷
মৃত ভাসে রোদন, বিলাপে..
তিমি লেখে শিখন খাতায়৷
শৃগাল বোঝেনি আজও,জলে ডুবে বেঁচে থাকা যায়৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..