দহন
ব্যর্থতা পাতালে নামে, অশনির গুহার আঁধারে৷
পেছনে ছড়ান কত ভুল!!
শব্দের কাটকুট খেলা৷
ছাপোষা চাকুরি ক্ষেত,
সা রে গা মা
ধুন
মেখে
বাঁচা৷
প্রেম সলজ্জ, কোঠায়..
মধ্যবিত্ত জলের আধারে
কতটা চাহিদা ধোওয়া যায়?
তবু তারা বলে ভালবাসে৷
ভীতু মন দূরান্তে পালায়৷
যোগ বিয়োগের প্রফেশনে
ভালবাসা কাঁদে, মন শোনে৷
চোখে চিকচিক করে ফোঁটা ফোঁটা আবেগের কণা৷
পোড়ানো দুপুর ঠিকই নেভে, রাতে তার দহন কমেনা৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..