শীতল বারিষনামা

বিন্দু বিন্দু সাহসি ফোঁটায় 
                         শিহরিত বারিষের সুর
উপোসি উঠোন... পথ দূর৷
                       কাছে, আরও কাছে চাওয়া
বৃষ্টি সে, বুকের রিডে বাজে৷
                               অর্ধবন্ধ চোখের পাতায়
           আলিঙ্গন.. 
                   কাছে 
                       আরও 
                             কাছে..

কালো ঘরে কল্পনা বিলাস৷ 
                              প্রতি হার্টবিটে সহবাস৷
              রাতচোখে শুকতারা জাগে৷

ভালবেসে শুনে নিও গান৷ কন্ঠ অপেক্ষায় বসে৷
          সে গানের সুরে সুরে,
                            শিউলি ফোটার ভোরে,
             বৃষ্টি ভেজা জড়ানো আদরে...
          হৃদয়ের রোমকূপে ভরে দেব প্রাণ৷
চিনে নিও প্রিয় শুধু... প্রেমের বারিষনামা, স্নান৷
                       ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত