মৌচাক
পসার সাজান ঘর৷ রঙিন, কোমল কারিগর৷
যেন কোন স্নিগ্ধ পাখি,
সাগরীয় নিশীথ জোনাকি(র)
যত্নে বন্দি কিছু বুক চেরা কঠিন পাথর৷
সে বুকের সহনশীলতা, মৌচাকে আকন্ঠ দ্বিধা৷
বুঝি কোন আনকোরা ঢেউ৷
বালিতটে গভীর আঁচড়৷
প্রাচীন সমাধী থেকে জেগে ওঠে মৃত বুদ্ধ৷
দু-ফোঁটা বৃষ্টির প্রেমে গড়ে ওঠে নতুন শহর৷
উদ্ভিদের আলিঙ্গন, দুই দেশে অতীত খনন৷
লেখনী আমার, তার সুর৷ সোহাগের পথ বহু দূর৷
তারি মাঝে সাম্রাজ্য পতন৷
প্রাচীন হাতির চালে ফিরে দেখা ঝিলটির জল৷
শুঁড়ে শুঁড়ে অনুরাগে,
নিভে আসে দ্বিতীয় প্রহর৷
পাখিগুলি নীড় বদলালে...
রোমন্থন প্রতিটি বছর৷
সকল বাঁধন শেষে কাঠেই ঘুমায় কারিগর॥
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..