অনুক্ত ( ত্রৈভবি )

১)

সম্পর্কের মিথেনে 
বিষাক্ত শ্বাস বেয়ে হৃদয় প্রকোষ্ঠে 
যন্ত্রণায় তপ্ত নবাগতা ফুল৷

২)

আস্তাকুড়ে দূর্বার মতই
অবহেলা, অপ্রাপ্তিতে বাড়ে কেউ
পূজার বেদিতে যাবে বলে৷

৩)

তুলে ধুয়ে নিও হৃদয়ের 
স্রোতে, যদি আজন্ম প্রেমিক-বুকে 
শান্তির সোহাগ পেতে চাও৷

৪)

খরবায়ু, মৌসুমি ঝঞ্ঝাট,
মরু শেষে যদি ফেরো সীমান্ত কাশ্মীরে, 
স্বর্গ আলিঙ্গনেচ্ছায় বসে৷
              ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

প্রথম কবিতা তোমার জন্য

তোমার সেই গোলাপী ঠোঁট

জ্যোৎস্না প্রেমের রাত