তৃপ্তি
অপেক্ষার তৃপ্তি, না কী তৃপ্তির অপেক্ষা!
অর্ধমৃত পিরামিডে জমা বহু শতাব্দীর স্পৃহা৷
পারসিক ড্যাফ ধ্বনি আকাশের প্রতি কোণে কোণে...
শুকনো যেটুকু ছিল, ভেজার অপেক্ষা অবসান৷
ঝংকৃত ফোঁটায় আহ! ... কী মধুর আদুরে সে গান৷
স্পর্শ...
স্পর্শ...
খোলা বুকে
সহস্র অপ্রাপ্তির ক্ষিধে৷
যেটুকু উধার ছিল চুমু,
ঠোঁট তুলে
যদি
চেয়ে নিতে..!!
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..