সাময়িক

একদিন এসেছিল নদী হয়ে দুপুরের তাপে,
তখন সময়ে মধুমেহ, কে আর হিসেব লিখে রাখে!

প্রাথমিক প্রেমে ক্ষির, 
                         মনে মনে মেলে ধরা ডানা..
শুকনো মাটিতে গাছ জলহীন কখনো বাঁচেনা৷

ভেজা ভেজা দিনগুলি খন্ড খন্ড সুখের কবিতা...
গায়ক পাখির পাশে দিনঘুমে ডুবে থাকে শ্রোতা৷

হাওয়ার বদল হয়৷ আকাঙ্খায় বদলের হাওয়া৷
নিঃশ্বাস লুকান রাতে মাঝে মাঝে পাশ ফিরে শোয়া৷

অতীতের ছায়াছবি গোধূলীর দাম দিয়ে কেনা৷
টিক টিক চলে, শুধু..
                              ঘড়ি আর 
                                          সময় 
                                                মাপেনা৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য