সাময়িক
একদিন এসেছিল নদী হয়ে দুপুরের তাপে,
তখন সময়ে মধুমেহ, কে আর হিসেব লিখে রাখে!
প্রাথমিক প্রেমে ক্ষির,
মনে মনে মেলে ধরা ডানা..
শুকনো মাটিতে গাছ জলহীন কখনো বাঁচেনা৷
ভেজা ভেজা দিনগুলি খন্ড খন্ড সুখের কবিতা...
গায়ক পাখির পাশে দিনঘুমে ডুবে থাকে শ্রোতা৷
হাওয়ার বদল হয়৷ আকাঙ্খায় বদলের হাওয়া৷
নিঃশ্বাস লুকান রাতে মাঝে মাঝে পাশ ফিরে শোয়া৷
অতীতের ছায়াছবি গোধূলীর দাম দিয়ে কেনা৷
টিক টিক চলে, শুধু..
ঘড়ি আর
সময়
মাপেনা৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..