অচেনা পৃথিবী

চেনার অনেক বাকি তোমায় দুনিয়া, জানি৷
আকাশের নীল ছেঁটে, সাগরের ঢেউ হীন
রূক্ষ মরুভূমি থেকে 
                       দু-ফোঁটা তৃষ্ণার জল পাবে?
তবে কেন ভাঙা গড়া খেলা...
                          কোকিল প্রয়াস কেন? 
জানা নেই৷ 
        মানা নেই, 
                 কারও উড়ে যেতে কোন বাধা নেই৷
                                                             তবু যেন..
সংসার মানুষ ভুলে 
             নিরাকার ব্রম্ভের বিশ্বাসে 
স্বপ্নের হাওয়ায় ভেসে
                খালি পায়ে দূর পথ হাটা..

বিজ্ঞান প্রমান খোঁজে৷ মানব হৃদয় ভালবাসা৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য