সেলুকাসকে লেখা আমার চিঠি
এ কোন দেশের চিত্র এঁকেছ মৈত্রির ক্যানভাসে?
পিথাগোরাসের সূত্রে অমিল, বৈরির তরোয়ালে৷
ঝাঁঝাল গন্ধের ঝাঁকে নাক,
দশক, শতাব্দী অগ্ন্যুৎপাত,
এক রক্তে বিষের পাহাড়, বিভাজন অন্তরালে৷
রাষ্ট্র! রাষ্ট্র! বিচার বধির, মৃত চারা, শিশুলতা৷
আঁধারের বুকে বুকে জ্বলে ওঠে নষ্ট মানবতা৷
বুলেট, বোমার চোখে রাত,
বিপন্ন সভ্যতা সহবাস৷
কাশ্মির, কৈলাস জুড়ে মৃত কাল, আদিমতা৷
ঈশ্বর প্রমাণে প্রতিঘাত, একেশ্বরে বিভেদ, কল্যাণ৷
শৈব, দৈব প্রতিষ্ঠা পাঁজরে আমি সেরা এটাই প্রমাণ৷
হরপ্পার বিবশতা ঘিরে,
তাজমহলের ভিত খুঁড়ে,
নোনাজলে হাঙরের মাঝে বেঁচে আছি মৃতের সমান৷
মুঠোর ঝরেছে বালি , শ্বাসে কালাহারি অনুপ্রাস৷
কতখানি খোয়া গেলে দেশ ফিরে পাব সেলুকাস?
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..