অভিজ্ঞান

#অভিজ্ঞান
॰॰॰॰॰॰॰॰॰॰॰॰॰

আকাশ ভোলেনি নীরবতা৷
         চোখে চোখে রাত ভেসে যায়৷
কর্ম ব্যস্ত দিন ঠেলে
          তৃষ্ণা জমে বুকের কোঠায়৷

ফিরে আসে তপ্ত সত্তা 
           অন্ধকার বিছানা, বালিশে৷
একে একে তারা খসে ঘুন ধরা মৃতের খাঁচায়৷

নিভে আসে নীহারিকা,
         ব্ল্যাকহোলে ব্রক্ষ্মান্ডের আলো....

মাঝরাতে জোনাকির আভা মৃত
                                          নক্ষত্র চেনাল৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য