সাময়িক

লুকান গভীর বুকে, বারমুডা ত্রিকোণ সমান
অতল অসীম ভাব৷ সময় সে পথে নিয়ে যায়৷
মত আসে পথের বিচারে৷
                   ঠিক যেন ছুটে আসা 
                             ঘোড়া বোঝে বিপদ কোথায়৷
প্রতিটি কাঁটার পায়ে পায়ে
                  ক্ষত সয়ে জ্বলে ওঠে বিভা৷
                                            রক্ত সময়ে শুকায়৷
যে পথিক হারেনি কখনো, 
                  মরু শেষে খুঁজে নেয় জল৷
সাঁতার'কে ভালবেসে ভেসে ওঠা ভিষণ সরল৷

মর্মে মর্মে গাঁথা তির, বর্ম রূপে শক্ত করে কাল৷
সময়ের কালি মুছে ঠিক ফোটে নতুন সকাল৷

তবু যারা মাঝপথে, রোদে ছাড়ে সাথীর সে দিন..
স্বার্থী সে পিচকারি, রঙ ঢালা বড়ই কঠিন৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য