বিবশাশ্ব

সময়ে আমার থেকে শব্দ কেড়ে নিও একাকিত্বের নিশীথে৷
যে বলে আমায় বড় শব্দকৃপন, সে কোনদিন ভিজতে দেখেনি৷

ইচ্ছে হলে ঢুকে পড়ো৷
                 আমার পাদুকা কাঁটাময়৷
খুঁজতে যাইনা কিছু আর,
             সানাইয়ের সুরে লাগে ভয়৷

বাজের ঝলক, শব্দ ভেসে আসে বধিরের কানে..
খুঁড়িয়ে চলার বিবশতা 
                      রেসাহত সাদা ঘোড়া জানে৷
                      ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য