এসো মেঘ

তারও পরে কোন মেঘ জমে যাবে৷

দোটানার অলীক ভাবনাহীন এক জমায়েত৷
দূর থেকে গভীর নক্ষত্রবুকে 
                               লেখা কিছু চিঠি
মুক্তির আনন্দে ঠোঁটে ঠোঁট 
         ছোঁয়া, জাহাজের মতো
                   দোলায় দুলবে আজীবন৷

বাতাসের থেমে যাওয়া নেই৷ 
             পূর্ণ করো, 
                      পূর্ণ করো
                                  মেঘ৷
                     ✍ প্রভাত ঘোষ.⚡

Comments

Popular posts from this blog

জ্যোৎস্না প্রেমের রাত

তোমার সেই গোলাপী ঠোঁট

প্রথম কবিতা তোমার জন্য