এসো মেঘ
তারও পরে কোন মেঘ জমে যাবে৷
দোটানার অলীক ভাবনাহীন এক জমায়েত৷
দূর থেকে গভীর নক্ষত্রবুকে
লেখা কিছু চিঠি
মুক্তির আনন্দে ঠোঁটে ঠোঁট
ছোঁয়া, জাহাজের মতো
দোলায় দুলবে আজীবন৷
বাতাসের থেমে যাওয়া নেই৷
পূর্ণ করো,
পূর্ণ করো
মেঘ৷
✍ প্রভাত ঘোষ.⚡
Comments
Post a Comment
Your Valuable Response and Comment would Inspire to Write Better..